মঙ্গলবার, মে ২০, ২০২৫

আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি : মাওলানা ইউনুছ আহমাদ

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায়। আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। ফলে দেশে সঙ্কট মারাাত্মক আকার ধারণ করছে।

থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইঞ্জিনিয়ার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, সদস্য হাজী মুহাম্মাদ মানোয়ার খান, নির্মাণ শ্রমিকনেতা আলহাজ্ব নজরুল ইসলাম, সমাজসেবক খন্দকার মাহমুদুল হাসান। মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাদের দেশে টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা পাচার করছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img