বুধবার, মে ২১, ২০২৫

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার আওতায় আনায় ফ্রান্সের কড়া সমালোচনা করেছে আলজেরিয়া

spot_imgspot_img

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার আওতায় আনায় ফ্রান্সের কড়া সমালোচনা করেছে আলজেরিয়া।

মঙ্গলবার (২০ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ফ্রান্সের বিরুদ্ধে ২০১৩ সালের একটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে, যেখানে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত রাখার শর্ত ছিলো। দেশটি ফ্রান্সের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

গত শনিবার একাধিক ফরাসি গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সরকারি কর্মকর্তার বরাতে প্যারিস আলজেরিয়ান কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বাধ্যতামূলক করেছে মর্মে প্রতিবেদন প্রকাশ করলে আলজেরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত বিস্ময়ের সাথে এপ্রসঙ্গে বলেছে, “কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড় নিয়ে ফরাসি কর্তৃপক্ষের সাম্প্রতিক কার্যকলাপ ও ভাষা ভঙ্গিমা অত্যন্ত উদ্বেগের। এই বিষয়ে তাদের বক্তব্য অদ্ভুতুড়ে ও সন্দেহের দিকে মোড় নিচ্ছে, যেখানে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিকল্পিতভাবে নির্দিষ্ট গণমাধ্যমে তথ্য ফাঁস করা হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “এটা স্পষ্ট যে, এখন ফ্রান্সের সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিক চ্যানেল বাদ দিয়ে অনানুষ্ঠানিক পথে জানানো হচ্ছে, যা কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন এবং ২০১৩ সালের আলজেরিয়া-ফ্রান্স চুক্তির সরাসরি অবমাননা।”

এতে আরও বলা হয়, “আলজেরিয়া ফ্রান্সের চুক্তি লঙ্ঘনের মাত্রা অনুযায়ী, নির্ভুল ও তীব্র আকারে পারস্পরিক প্রতিক্রিয়ার নীতি প্রয়োগ করবে। কেননা চুক্তির অনুচ্ছেদ ৮ অনুসারে, ফ্রান্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাওয়া যায়নি, যা আন্তর্জাতিক সম্পর্কে একমাত্র স্বীকৃত পদ্ধতি।”

মন্ত্রণালয় আরও যোগ করে, “ফ্রান্সের সরকার সম্ভবত ২০১৩ সালের চুক্তি স্থগিত বা বাতিলের দিকে এগোচ্ছে এবং একই সঙ্গে এ বিষয়ে দায় এড়াতে চাইছে, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।”

উল্লেখ্য, ফ্রান্স ও তাদের সাবেক উপনিবেশ আলজেরিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। তবে গত বছর তা আরও খারাপ হয়, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর অবস্থানকে সমর্থন দিয়ে আলজেরিয়াকে ক্ষুব্ধ করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img