বুধবার, মে ২১, ২০২৫

পারিবারিক নারী নির্যাতনের বিরুদ্ধে আফগান সরকারের উদ্যোগ: শত শত নারীকে উদ্ধার

spot_imgspot_img

পারিবারিক নারী নির্যাতনের বিরুদ্ধে আফগান সরকারের উদ্যোগ: শত শত নারীকে উদ্ধারইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমর বিল মারুফ, নহি আনিল মুনকার ও অভিযোগ শুনানি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরে দেশজুড়ে মোট ২৯৭ জন নারীকে পারিবারিক নির্যাতন ও গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম খাইবার এক অডিও বার্তায় বলেন, “আমর বিল মারুফ, নহি আনিল মুনকার ও অভিযোগ শুনানি মন্ত্রণালয়ের অধীনে থাকা হিসবা (পরিদর্শন) বিভাগের কর্মকর্তারা সমাজে সৎকর্ম প্রতিষ্ঠা, অন্যায় রোধ ও কুসংস্কার নির্মূলে যে ভূমিকা পালন করে চলেছেন, তারই ধারাবাহিকতায় কেবল গত গত বছরেই রাজধানী কাবুলসহ দেশের সব প্রদেশে ২৯৭ জন নারীকে পারিবারিক কারাবন্দি জীবন ও অন্যায় নির্যাতনের হাত থেকে মুক্ত করা হয়েছে। তাদেরকে শরিয়তসম্মত অধিকারও প্রদান করা হয়েছে।”

তিনি বলেন, “ইসলামী দৃষ্টিভঙ্গিতে নারী একজন মা, বোন, কন্যা ও স্ত্রী, যার প্রতিটি পরিচয়ই মর্যাদাপূর্ণ। তাদের যে অধিকার রয়েছে, তা শুধু শরিয়তের নয় বরং ইসলামী সমাজের সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক। নারীর সেই অধিকার ও সম্মান রক্ষা করা ইসলামী আমিরাতের অগ্রাধিকার ও দায়িত্ব।”

তিনি আরও জানান, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক জুলুম নিরসন, এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রণালয় নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিভাগসমূহের মাধ্যমে সারা দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মাওলানা খাইবার আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে আফগান সমাজে নারীর নিরাপত্তা, সম্মান ও অধিকার আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা পাবে।

সূত্র: আরটিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img