শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

যদি আমার চেয়ে যোগ্য প্রার্থী থাকে আমি তাকে ভোট দেব: পার্থ

বাংলাশে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি জামায়াতের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, রাজনৈতিক দলের সবাইকে বলি, আপনারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে ভোলাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো-তাহলে আমাকে বলেন আমি ভোট তাকে দিব। আর আপনারা যদি মনে করেন এই ভোলাকে বাংলাদেশর বুকে ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পার্থ যোগ্য। আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন ভোলা-বরিশাল সেতু কে আনতে পারবে? মেডিকেল কলেজের জন্য সংসদে দাঁড়িয়ে সরকারকে বলতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভোলা নতুন বাজার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে ভোলাকে গড়ি। কোনো দল বা মার্কার না হয়ে পার্থ হবে সবার। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, প্রতিশোধ নিতে চাই না। মানবিক ও শান্তির ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না। যেখানে টেন্ডারবাজি হবে না। যেখানে শালিশ করে পয়সা খাওয়া হবে না।

ভোলা-১ আসনের প্রার্থী হিসাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার পার্থ আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবার আমাকে আস্থার সাথে ভোলার দায়িত্ব দিয়েছেন। এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আর মারামারির রাজনীতি না। সকল হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা গড়ব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ