ইনসাফ | মাহবুবুল মান্নান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ বাঁশখালী শাখার ২০২৩-২৪ সেশনের জন্য পুনর্গঠিত পুর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকালে বাঁশখালী উপজেলাস্থ গ্রীন চিলি হোটেলের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা নবনির্বাচিত সভাপতি মুফতী নুরুল আমিনের সভাপতিত্ব নবনির্বাচিত সেক্রেটারী মাওলানা এস এম ফয়জুল্লাহর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফুর।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ আব্বাস উদ্দীন প্রমুখ।
কমিটিতে মুফতী নুরুল আমিনকে সভাপতি ও এসএম ফয়জুল্লাহকে সেক্রেটারী করা হয়। সহ-সভাপতি করা হয় মাওলানা আবুল কালাম ছানবী, মাওলান জসিম উদ্দিন মিসবাহ ও মাওলানা মাহমূদুল ইসলামকে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুজ্জাম্মিলুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মাহমূদুল ইসলাম (মাহমুদ), সাংগঠনিক সম্পাদক মাওলান আবদুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কারী ফুরকান, দপ্তর সম্পাদক মাওলানা আবদুল কাদের, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলান ইরফানুল হক, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসকান্দর মিসবাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, আইন ও মানবাধিকার সম্পাদ মাওলানা ইমরানুল হক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সুলাইমান বাদশা, মহিলা ও পরিবার কল্যাল সম্পাদক মাওলান আবু হানিফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলান ওসমান গণি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলান নিজাম উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলান নোমান বিন জাকের, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা কলিমুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কলিমুল্লাহ (ছনুয়া), সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন নাছিরী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ইসমাঈল হাবিব, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবদুল খালেক ও নির্বাহী সদস্য মাওলানা আনিছুর রহমান প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দরসুল কুরআন ও দরসুল হাদিসের পরে সভাপতির উদ্ভোদনী বক্তব্য ও বিভিন্ন স্তরের নেতাদের বক্তব্য ও সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যের পর নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।