মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

রাজধানীতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থার মধ্যে আজ বুধবার রাজধানী ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে।

রাজধানীতে ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিফদফতরের আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ বলেন, আজ সকাল ৮টার দিকে রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুপুরের পরে ঝড়-বৃষ্টি হতে পারে।

প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img