মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

চলতি মাসে ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এপ্রিলে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসে দেশে ৩-৫ দিন বজ্র ও শিলাসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চলতি মাসে ২-৩টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে। একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়, এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের সকল প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img