শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

‘রাম নবমী’ উৎসবে মুসলিমদের উপর হিন্দুদের সহিংসতার নিন্দা জানিয়েছে ওআইসি

‘রাম নবমী’ উৎসবের আড়ালে রীতিমত মুসলিম সম্প্রদায়ের উপর তাণ্ডব চালিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যা থেকে রক্ষা পায়নি মুসলিম পথচারী, ব্যবসায়ী, পীর-আওলিয়াদের মাজার, মাদরাসা কিংবা মসজিদ।

এদিকে উগ্র হিন্দুত্ববাদীদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা জানায় ওআইসি।

বিবৃতিতে ওআইসি এসব হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও ভারত সরকারের কাছে সহিংসতায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মুসলিম সম্প্রদায়কে রক্ষার আহ্বান জানানো হয়।

ওআইসির বিবৃতি

বিবৃতিতে আরো বলা হয়েছে, “সহিংসতা ও ভাঙচুরের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ভারতে ইসলামবিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে।”

উল্লেখ্য; সম্প্রতি ‘রাম নবমী’ উৎসবের আড়ালে ভারতের গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, মথুরা,পশ্চিমবঙ্গ, রাজস্থান, মুম্বাই, কাশ্মীর ও ভাদোদরোয়ায় মুসলিমদের বিরুদ্ধে অন্তত ২০ সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়াও এ উৎসবের সময় বিহারের নালন্দা জেলার একটি মাদরাসায় আগুন লাগিয়ে দেওয়া হয়।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ