বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আল আকসায় ইসরায়ালী হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদের ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জানিয়েছে আরব লীগ।

বুধবার মিশরের রাজধানী কায়রোতে এক জরুরী সভা শেষে বিবৃতি দেয় আরব দেশগুলোর সংগঠনটি।

বিবৃতিতে সর্বজনবিদিত পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান পূর্ব জেরুসালেমের প্রাচীন আকসায় ইহুদিবাদী সন্ত্রাসী কর্তৃক আইন লঙ্ঘন ও সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রমজানের দিনগুলোতে পবিত্র আকসায় ইহুদিবাদীদের সহিংসতার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ইহুদিবাদী সহিংসতায় শতাধিক ফিলিস্তিনি মুসলিমের হতাহতের ঘটনা ঘটেছে। অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে সাড়ে তিন শতাধিক মুসল্লীকে।

ইহুদিবাদী দখলদার বাহিনীর ছত্রছায়ায় অবৈধ বসতির সন্ত্রাসী ইহুদিরাও আল আকসায় হামলা চালাচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঐতিহাসিক মর্যাদাপূর্ণ স্থানের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন করছে।

পবিত্র স্থানে ইহুদিবাদী সন্ত্রাসী বাহিনীর সব ধরণের সহিংসতাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিশেষত তাদের যারা মসজিদে আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করে ফেলার পায়তারা করছে।

আরব দেশগুলোর বৃহৎ এই সংগঠনটি নিরাপত্তা পরিষদের পাশাপাশি জাতিসংঘকে নৈতিক ও মানবিক দায়িত্ব স্বরূপ ফিলিস্তিনে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানায়। এছাড়া ফিলিস্তিনের জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সুরক্ষা প্রদানেরও আহবান জানায় তারা।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img

এই বিভাগের

spot_img