গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছাতে জর্ডান আর্থিক লাভবান হচ্ছে মর্মে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দখলকৃত ফিলিস্তিনের প্রতিবেশী দেশটিতে ব্লক করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য নির্ভর আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের ওয়েবসাইট।
বৃহস্পতিবার (১৫ মে) সংবাদমাধ্যমটির পক্ষ থেকে একথা জানানো হয়।
এপ্রসঙ্গে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, জর্ডান সরকার সম্প্রতি দেশটিতে মিডল ইস্ট আই (Middle East Eye) এর ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করেছে, যা গাজায় মানবিক সহায়তা সরবরাহ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ঘটেছে।
প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছিলো যে, জর্ডান সরকার গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য এনজিওগুলোর কাছ থেকে প্রতিটি ট্রাকের জন্য ২ হাজার ২০০ ডলার, আকাশপথ দিয়ে অনির্দিষ্ট ভাবে ফেলা এয়ারড্রপের জন্য বিমান প্রতি ২ লক্ষ এবং নির্ধারিত লক্ষ্যে ফেলার জন্য বিমান প্রতি সর্বোচ্চ ৪ লক্ষ ডলার পর্যন্ত ফি আদায় করেছে। যদিও প্রতিটি বিমান সীমিত পরিমাণে খাদ্য ও ওষুধ বহন করুক না কেনো।
এই প্রতিবেদন প্রকাশের পর, জর্ডান সরকার মিডল ইস্ট আই-এর ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেয়, যা দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলেছে।
মিডল ইস্ট আইয়ের বক্তব্য অনুযায়ী, এর আগে ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাত এবং ২০১৯ সালে মিসরও মিডল ইস্ট আইয়ের ওয়েবসাইট ব্লক করে দিয়েছিলো।
এই ঘটনা গাজায় মানবিক সহায়তা সরবরাহের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করছে।