গাজ্জায় আবার সাংবাদিক হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (১৫ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ইসরাইলী বিমান হামলায় গাজ্জায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হয়েছেন। ফলে ২০২৩ এর অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৬ জনে।
এবার নিহত হওয়া সাংবাদিক হলেন, হাসান সাম্মুর। তিনি আল-আকসা ভয়েস রেডিওর সংবাদ উপস্থাপক ছিলেন। তিনি ও তার পরিবার দক্ষিণ গাজ্জার খান ইউনিসের পূর্বাঞ্চলে ভোররাতে ইসরাইল পরিচালিত ভয়াবহ বিমান হামলায় নিহত হোন।
গাজ্জা সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, “গাজ্জার সাংবাদিকদের বিরুদ্ধে জায়োনিস্ট ইসরাইলের এই ধারাবাহিক হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বিশ্বের মানবাধিকার ও মিডিয়া হাউজগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।”
সাংবাদিক সাম্মুর হত্যাকাণ্ড গাজ্জায় চলমান গণহত্যার অংশ। ইসরাইলী বাহিনী পরিকল্পিতভাবে গাজ্জায় অবস্থানরত সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু বানিয়ে যাচ্ছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গণহত্যায় এখন পর্যন্ত ৫২,০০০ এর অধিক ফিলিস্তিনি ইসরাইলের হত্যার শিকার হয়েছে, যাদের মধ্যে নারী-শিশু, বৃদ্ধের পাশাপাশি অনেক সাংবাদিকও রয়েছেন। সংখ্যায় যা বর্তমানে ২১৬ জনে গিয়ে ঠেকেছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরী ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসা হচ্ছে।