ইমরান খান ও সরকারের মাঝে কোনো সমঝোতা হয়নি বলে মন্তব্য করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান।
তিনি বলেন, খান সাহেবের ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমাদের আলোচনার প্রস্তাব দিয়েছেন। আমরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। এব্যাপারে আমরা তার সাথে ও দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
বৃহস্পতিবার (১৫ মে) দেশটির সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার সন্তানেরা পরিস্থিতি সম্পর্কে অবগত। কাসিম এবং সুলাইমান তাদের বাবার সাথে যোগাযোগ করেছেন। তারাও বলছেন যে কোনও চুক্তি বা সমঝোতা হয়নি।
এছাড়াও পিটিআই চেয়ারম্যান গওহর বলেন, কোনো অবস্থাতেই কোনো চুক্তি কিংবা সমঝোতা হবে না। সমঝোতা হবে কী নিয়ে অথচ ইমরান খানকে অবৈধভাবে এবং অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে।
পিটিআই প্রতিষ্ঠাতার সাথে আমি যেকোনো ধরণের চুক্তি কিংবা সমঝোতার কথা অস্বীকার করছি। তবে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে এবং সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলে আমি মনে করি।
এই বক্তব্যের মাধ্যমে পিটিআই স্পষ্ট করেছে যে তারা সরকারের সাথে কোনো গোপন সমঝোতা করেনি এবং রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের মাধ্যমে অগ্রসর হতে চায়।
সূত্র: জিও নিউজ