শুক্রবার, মে ১৬, ২০২৫

রেলপথ নির্মাণে আফগানিস্তানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কাজাখস্তান

spot_imgspot_img

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে রেলপথ নির্মাণে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে কাজাখস্তান।

বৃহস্পতিবার (১৫ মে) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাক্কি ও কাজাখ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাদ নূর তিলিউয়ের মাঝে ফোনালাপ হয়। এতে কাজাখ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইমারাতে ইসলামিয়ার সরকারকে তুরঘান্দি-হেরাত রেলপথ নির্মাণে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

এছাড়া উভয় পক্ষই দু’দেশের সম্পর্ক জোরদার করার প্রতি এবং বাণিজ্য ও পরিবহন সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

মাওলানা মুত্তাক্কি মধ্য এশিয়ায় কাজাখস্তানের ভূমিকার প্রশংসা করেন। আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কাজাখ মন্ত্রী মুরাদ নূর এতে সমর্থন জানান। পররাষ্ট্র পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এবং শীঘ্রই কাবুল সফরের পরিকল্পনার কথা জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img