বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে মুসলিম দেশগুলো

spot_imgspot_img

আগামী ১৮ থেকে ২০ মে তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা’র (ওআইসি-১৫) ১৫টি সদস্য রাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীদের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক। এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রথম বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করবে ইসলামী দেশগুলো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেইন সিমাই-সারফ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিমাই স্যাররাফ জানিয়েছেন, গত রবিবার তেহরানে ওআইসি-১৫ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন ‘ওআইসি-১৫’ দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

তিনি জানান, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে— “কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবন: শ্রেষ্ঠত্বের কৌশল, ইসলামী বিশ্বের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ।”

মন্ত্রী আরও বলেন, এই প্রতিপাদ্য মুসলিম দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে নির্ধারিত হয়েছে।

সিমাই স্যাররাফ বলেন, “আমাদের দায়িত্ব হলো, বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতির দায়িত্বপ্রাপ্ত ইসলামী দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে, আন্তর্জাতিক সংস্থা, ফোরাম ও বৈঠকগুলোর—যেমন ওআইসি-১৫—সুযোগ কাজে লাগিয়ে কৌশল, নীতি, জাতীয় বিজ্ঞান কর্মসূচি এবং প্রযুক্তি ও উদ্ভাবন কর্মসূচিতে সমন্বয় ও সামঞ্জস্য অর্জন করা।”

সূত্র: তেহরান টাইমস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img