বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের যোগসূত্র দেখে ব্রিটিশ তরুণের ইসলাম গ্রহণ

ইসলামের সাথে বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের যোগসূত্র দেখে ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ তরুণ জেনসেন।

শনিবার (৮ এপ্রিল) লন্ডনের লিউশাম ইসলামিক সেন্টার মসজিদের ইমাম কালেমা শাহাদাত পাঠ করিয়ে তার ইসলাম ধর্ম গ্রহণ করেন।

শাহাদাত পাঠ করানোর পূর্বে মসজিদের ইমাম তাকে জিজ্ঞেস করেন, আপনি কেনো ইসলাম গ্রহণ করতে চান? ইসলামের কোন জিনিস আপনাকে আকৃষ্ট করেছে? আল্লাহ, কুরআনুল কারীম, রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বৈজ্ঞানিক যোগসূত্র?

উত্তরে জেনসন জানান, ইসলামের বৈজ্ঞানিক যোগসূত্রতা তাকে আকৃষ্ট করেছে। তখন ইমাম সাহেব তাকে ধন্যবাদ দেন এবং অভিনন্দন জানিয়ে শাহাদাত পাঠের আহবান জানান।

এসময় তিনি বলেন, শাহাদাত অনেক সহজ। আপনি কি জানেন শাহাদাত কেনো এতো সহজ? তখন তিনি নিজেই উত্তর দেন, কারণ ইসলাম অনেক সহজ। তাই শাহাদাতও সহজ। এরপর ইমাম সাহেব জেনসনকে প্রথমে আরবিতে তারপর ইংরেজিতে কালেমা শাহাদাত পাঠ করান।

শাহদাত পাঠ করে ইসলাম গ্রহণের পর ব্রিটিশ তরুণ জেনসন উৎফুল্লতা প্রকাশ করেন।

জানা যায়, ব্রিটেনে মুসলিম পরিচয় দানকারীর সংখ্যা বিগত ১০ বছরে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংখ্যায় যার পরিমাণ ১.২ মিলিয়ন। ২০১১ সালের তথ্যানুযায়ী ব্রিটেনে মুসলিম জনসংখ্যার পরিমাণ ছিলো ২.৭ মিলিয়ন, ২০২১ সালে যা বৃদ্ধি পেয়ে ৩.৯ মিলিয়নে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা মুবাশির

spot_img
spot_img

এই বিভাগের

spot_img