বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ঈদ উপলক্ষে প্রায় ৯ হাজার কারাবন্দীকে মুক্তি দিলো আলজেরিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৯ হাজার কারাবন্দীকে মুক্তি দিলো আলজেরিয়া।

এর আগে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপনের মানবিক দিক বিবেচনায় সকল বন্দীকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তাবুন।

এছাড়া যেসমস্ত নারী গর্ভবতী, যাদের ৩ বছর বা তারচেয়ে কম বয়সী সন্তান আছে, ৬৫ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তি এবং কিশোর অপরাধী যাদের বিরুদ্ধে ১৮ মাস কারাভোগের রায় এসেছে তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

তবে হত্যা, দূর্নীতি, ধর্ষণ, মাদক ও অর্থপাচারে ন্যায় গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষমার আওতামুক্ত রাখা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সম্মানার্থে ও ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দিক বিবেচনায় ব্যাপকভাবে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকে আরব দেশগুলো।

এর আওতায় বহু সংখ্যক কয়েদি দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পেয়ে অত্যন্ত তৃপ্তি সহকারে পবিত্র রমজানে ইবাদাত বন্দেগীর এবং পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপনের সুযোগ পান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img