ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি একথা উপলব্ধি করেছে যে, সামরিক আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয়। কাজেই তারা ভিন্ন কৌশলে স্বাধীনতচেতা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আজ (শনিবার) রাজধানী তেহরানের মোসাল্লায় অনুষ্ঠিত বৃহত্তম ঈদুল ফিতরের খুতবায় এ মন্তব্য করেন।
খামেনী বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলো অতীতে সামরিক শক্তি নিয়ে বিশ্বের দেশে দেশে আগ্রাসন চালাত। কিন্তু ইসলামের শত্রুরা এখন বুঝে গেছে, তারা সামরিক শক্তি দিয়ে আর তেমন কিছুই করতে পারবে না। বলপ্রয়োগ করে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব হবে না। ইরাক ও আফিগানিস্তানে সাম্রাজ্যবাদী আমেরিকার এই উপলব্ধি হয়েছে।
তিনি আরো বলেন, এ কারণে সাম্রাজ্যবাদীরা এখন বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোকে দ্বিধাবিভক্ত করে এসব দেশকে দুর্বল করে ফেলার ষড়যন্ত্রে মেতে উঠে উঠেছে। আমাদেরকে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।
তারা ১০ বছর বা ২০ বছর আগে যে ধরনের কৌশল অবলম্বন করত এখন আর তা করে না। এখন তাদের কৌশল পরিবর্তিত হয়েছে। আমাদেরকেও ওই কৌশল অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে হবে। আর তা নিতে পারলেই আমরা শত্রুকে পরাজিত করতে পারব ইনশা আল্লাহ।
মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশসহ বিশ্বের বহু দেশে গতকাল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানসহ আরো কিছু দেশে আজ (শনিবার) এই ঈদ পালিত হচ্ছে।
ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৮টায়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী। করোনা মহামারির জন্য বিগত তিন বছর তেহরানে কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। সে হিসেবে তিন বছর বিরতির পর আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
পার্সটুডে