এবারও হজ্বযাত্রীদের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক নিয়ম জারি রেখেছে সৌদি আরব।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সৌদি হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, হজ্ব আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে আবেদনকারীকে। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সনদের অনুলিপি। অন্যথায় হজ্বের অনুমতি দেবে না কর্তৃপক্ষ।
করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ্ব পালনে জারি ছিল নিষেধাজ্ঞা। ২০২১ সালে শুধুমাত্র নিজ দেশের নাগরিকদের হজ্ব পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। ২০২২ সালে করোনা টিকা গ্রহণের বাধ্যবাধকতার নিয়ম করে হজ্ব পালনের অনুমতি দেয় সৌদি সরকার।
সূত্র : গালফ নিউজ