বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ২৮ বছর বয়সী নাহিদুজ্জামান নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত নাহিদ মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা আর কেন তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img