সোমবার, মে ১৯, ২০২৫

এবার বাখমুত বেদখল হওয়ার ঘোষণা দিলেন জেলেনস্কি

spot_imgspot_img

এতদিন বাখমুতে ইউক্রেনের নিয়ন্ত্রণ থাকার কথা বলে আসলেও এবার তা বেদখল হওয়ার ঘোষণা দিতে হলো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।

রবিবার (২১ মে) জাপানের হিরোশিমা নগরীতে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি বাখমুত বেদখল হওয়ার ঘোষণা দেন।

জেলেনস্কি বলেন, মস্কোর মদদপুষ্ট ওয়াগনারের বাহিনী বাখমুতকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বাখমুত বলতে এখন কিছু নেই। যা আছে তা শুধু আমাদের হৃদয়ে।

এর আগে আজ সকালে ওয়াগনার ও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা জানালেও দেশটির প্রেসিডেন্ট মুখপাত্র সার্গেই নাইকিফোরভ তা অস্বীকার করেন।

প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে তিনি বলেছিলেন, আমরা এমনটি মনে করি না। আমাদের প্রেসিডেন্ট বাখমুতের নিয়ন্ত্রণ হারানোর খবরটি প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img