লেবাননের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বাহরাইন।
রবিবার (২১ মে) বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে লেবাননের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মূলত ২০২১ সালে সৌদি-ইয়েমেন ইস্যুতে লেবাননের একজন মন্ত্রীর সমালোচনা মূলক মন্তব্যের জেরে অন্যান্য আরব উপসাগরীয় রাষ্ট্রের ন্যায় লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের মাধ্যমে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করেছিলো বাহরাইন।
বাহরাইনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লেবানন।
দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবিষয়ে এক বার্তায় বলেন, আমরা বাহরাইনের এমন সিদ্ধান্তের প্রশংসা করি এবং দু’দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুন:প্রতিষ্ঠার জন্য তাদের স্বাগত জানাচ্ছি।
সূত্র: মিডল ইস্ট মনিটর