কোভিড-১৯ মহামারীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে এ বছর পবিত্র কাবা শরীফে প্রায় ২ মিলিয়নেরও বেশি হজ্ব যাত্রীকে স্বাগত জানাতে যাচ্ছে সৌদি আরব। শুধু তাই নয় এই বছরে “ব্যতিক্রমী” ও “নিরাপদ” হজ যাত্রা আশা করছে দেশটির প্রধান দুই মসজিদের ইমাম আবদুর রহমান আস সুদাইস।
শনিবার (১০ জুন) রাষ্ট্র পরিচালিত আল এখবারিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রহমান আস সুদাইস বলেন, “পবিত্র হজ্ব এর জন্য আমাদের সমস্ত প্রস্তুতি ভালোভাবে চলছে। আমরা এই বছরের হজ্ব নিয়ে আশাবাদী।”
কোভিড ১৯ মহামারীর সংক্রমণ রোধ করার জন্য সৌদি আরব হজের বিষয়ে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেছিল। যার মধ্যে অন্যতম ছিল হজ্ব যাত্রীদের সংখ্যা কমিয়ে আনা। তবে ৫ মাস আগে এ ধরনের সমস্ত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় দেশটির সরকার।
উল্লেখ্য, সরকারী পরিসংখ্যান অনুসারে ২০২২ সালে ৮ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন হজ্বে অংশ নেয়। ২০২১ সালে তা ছিল মাত্র ৬০ হাজার ও ২০২০ সালে ছিল ১০ হাজার।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড