রবিবার | ১৬ নভেম্বর | ২০২৫

ইসলাম গ্রহণ করলেন আমেরিকার তরুণ বাস্কেটবল খেলোয়াড়

ফিলিস্তিনে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন আমেরিকার তরুণ বাস্কেটবল খেলোয়াড় আহমদ ইয়াং। সোমবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্মগ্রহণ করতে দেখা যায়।

শাহাদাত পাঠের সময় তার ক্লাব সতীর্থদের অনেকেই তার সাথে উপস্থিত ছিলো। শাহাদাত পাঠের পর তিনি খুব উৎফুল্ল ছিলেন। আনন্দের আতিশয্যে সতীর্থদের জড়িয়ে ধরে কাঁদছিলেন। এছাড়াও তাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে দেখা যায়। পবিত্র আকসায় গিয়ে আল্লাহ তায়ালাই একমাত্র খোদা এদিকে ইঙ্গিত করে শাহাদাত আঙুল উঁচিয়ে সতীর্থদের সাথে ছবিও তুলেছেন তিনি।

সম্প্রতি ফিলিস্তিন বাস্কেটবল প্রিমিয়ার লিগের দল কালান্দিয়ায় খেলতে গিয়ে ইসলামের প্রতি মুগ্ধ হোন তিনি। বিশেষত ফিলিস্তিনি মুসলিমদের ধর্মীয় রীতিনীতি, বন্ধুত্বপূর্ণ আচরণ, আতিথেয়তা ও পবিত্র রমজান মাসের ধর্মীয় সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।

আহমদ ইয়াং আমেরিকান বাস্কেটবলের উঠতি তারকা ছিলেন। ফিলিস্তিনের কালান্দিয়া ক্লাবে খেলতে যাওয়ার আগে তিনি আমেরিকার জনপ্রিয় ক্যালিফোর্নিয়া কলেজিয়েট বাস্কেটবল টিমের সদস্য ছিলেন। দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img