বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কুরআনের অবমাননা রোধে মুসলিম বিশ্বকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান ওআইসির

কুরআন ও ইসলামের অবমাননা রোধে মুসলিম বিশ্বকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানালো আন্তর্জাতিক ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

রবিবার (২ জুলাই) সুইডেনে কুরআন পুড়ানোর ঘটনায় জরুরী বৈঠক শেষে নিন্দা পূর্বক এই আহবান জানায় সংস্থাটি।

ওআইসির পক্ষ থেকে বলা হয়, সুইডেন বাকস্বাধীনতা রক্ষা করতে গিয়ে মানব সমাজের একে অপরের শ্রদ্ধাবোধ ও সম্প্রীতিকে নষ্ট করছে। তারা সহনশীলতা ও সংযমের বুলি আওড়ায় কিন্তু চরমপন্থাকে বেছে নিয়ে আন্তর্জাতিক (চরমপন্থা বিরোধী) নীতির বিরোধিতার বার্তা দেয়।

তাই আমরা ইসলাম বিদ্বেষী হামলা, কুরআন ও ইসলামের অবমাননা রোধে পুরো মুসলিম বিশ্বকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি। মুসলিম বিশ্বের উচিত একযোগে নিন্দা প্রকাশ করার পাশাপাশি এধরণের কর্মকাণ্ড স্থায়ীভাবে রোধ করতে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেওয়া।

নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলা হয়, ওআইসি জাতিসংঘের সনদকে সম্মান জানায়। জাতি, ধর্ম, ভাষা ও লিঙ্গের পার্থক্য করা ছাড়া মানুষের যে মৌলিক অধিকার রয়েছে তা পূরণ করা সব রাষ্ট্রের গুরুদায়িত্ব বলে মনে করে। সকলের মত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু সেই অধিকার প্রয়োগের উপযুক্ত কারণ থাকতে হবে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ জুন) পবিত্র হজ্ব শেষে ঈদুল আযহার দিন রাষ্ট্রীয় সহায়তায় স্টকহোম মসজিদের সামনে তার কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলে।

আগাম ঘোষণা দিয়ে পুলিশী নিরাপত্তায় ঘটা করে কুরআন অবমাননায় যাচ্ছেতাই আচরণ করা হয়।

এছাড়া গত শুক্রবার (৩০ জুন) ইসলাম বিদ্বেষী ইরাকি বংশোদ্ভূত সেই সুইডিশ নাগরিক সালওয়ান মোমিকা আবার কুরআন পোড়াবেন বলে ঘোষণা দেন। ১০ দিনের মধ্যে সুইডেনে আবার কুরআন পোড়ানোর পরিকল্পনা করছেন বলে জানান স্থানীয় এক সংবাদমাধ্যমকে।

সূত্র: দুনিয়া নিউজ ও টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img