সুইডেনের রাজধানীতে পবিত্র গ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সেখানের শত শত মুসলিমরা। স্ক্যান্ডিনেভিয়ান দেশে এই ধরনের কাজ অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
রবিবার (৯ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভে স্থানীয় মুসলিম সংগঠনগুলি নেতৃত্ব প্রদান করে। সংগঠনগুলো একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, পবিত্র কুরআন পোড়ানো একটি ঘৃণামূলক অপরাধ যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তাই পবিত্র গ্রন্থের অবমাননা নিষিদ্ধ করা উচিত।
বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ান্স সংগঠনের প্রধান মিকাইল ইউকসেল বলেন, সুইডেনের আইনি দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও দেখা যাবে কুরআন পোড়ানো এখানে অবৈধ।
এ বিষয়ে দেশটির আইনি সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, “নিঃসন্দেহে কুরআন পোড়ানো একটি ঘৃণামূলক অপরাধ ও গণতন্ত্রে এ বিষয়টির কোন স্থান নেই।”
উল্লেখ্য, গত মাসে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি পবিত্র কুরআন পুড়িয়ে দেয়। এসময় পুলিশ তার সুরক্ষা প্রদান করে। তার এই উস্কানিমূলক কাজটিকে ঘিরে তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, মরক্কো, ইরাক, ইরান, পাকিস্তান, সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়া সহ সমগ্র মুসলিম বিশ্বে বিক্ষোভের জন্ম দেয়। এছাড়াও দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি