বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এবার জার্মানিতে কুরআন পোড়ালো ইসলাম বিদ্বেষীরা

ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষ বেড়েই চলেছে। একের পর এক পবিত্র কুরআন পোড়ানোর মতো জঘন্যতম অপরাধ করে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা। পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনে কুরআন পোড়ানোর রেশ কাটতে না কাটতে এবার ইউরোপের আরেক দেশ জার্মানিতেও একই ঘটনা ঘটেছে।

দক্ষিণ-পশ্চিম জার্মানির একটি মসজিদের সামনে চলন্ত গাড়ি থেকে পবিত্র কুরআনে আগুল লাগিয়ে তা ছুড়ে মারে ইসলাম বিদ্বেষীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত শনিবার স্থানীয় সময় রাতে জার্মানির ব্যাডেন-উর্টেমবার্গ রাজ্যে অবস্থিত মৌলব্রন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মসজিদটির পরিচালক ওসমান আদিবেলি জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় একটি চলন্ত গাড়ির থেকে পবিত্র কুরআনে আগুন লাগিয়ে তা মসজিদকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছে। তবে কতজন এ বিষয়টির সঙ্গে জড়িত ছিল তা নির্ণয় করা যায়নি। এছাড়াও হেডলাইটের আলোর কারনে গাড়িটির নাম্বার প্লেট দেখা সম্ভব হয়নি।

ওসমান আদিবেলি জানান, এ ঘটনায় জড়িতদের শাস্তির জন্য একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি এমন সময় ঘটেছে যখন গত কয়েকদিন আগেই সুইডেনের একটি মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআন পোড়ানো হয়। যা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে। মুসলিম নেতা ও রাজনীতিবিদরা কুরআন অবমাননার মতো ঘটনাকে উস্কানিমূলক ও এটি মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না বলে বিবৃতি প্রদান করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img