সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইলেক্ট্রিক গাড়ি ‘টোগ’ উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সোমবার (১৭ জুলাই) জেদ্দার আস-সালাম রাজপ্রাসাদে ধবধবে সাদা পামুক্কালে টোগ নামের একটি ইলেক্ট্রিক গাড়ি সৌদি যুবরাজকে বুঝিয়ে দেন তিনি।
যুবরাজ সালমান গাড়িটি সানন্দে গ্রহণ করেন এবং এরদোগানকে সাথে নিয়ে রাজপ্রাসাদের আঙ্গিনায় গাড়িটি চালিয়ে দেখেন। তুর্কি প্রযুক্তির প্রশংসা করেন।
এর আগে তুর্কি প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ও দু’দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে যুবরাজ সালমান উপহার পাওয়া গাড়িটি চালিয়ে নিজেই এরদোগানকে তার জন্য নির্ধারণ করা হোটেলে পৌঁছে দেন।
সূত্র: আনাদোলু