বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এবার ডেনমার্কে তুরস্ক ও মিসরীয় দূতাবাসের সামনে পোড়ানো হলো পবিত্র কুরআন

আবারও পবিত্র কুরআন পোড়ানোর মতো ঘৃণ্য কাজ করেছে ডেনমার্ক। এবার দেশটির রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরীয় দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়েছে। এক দিন আগে ইরাকি দূতাবাসের সামনে একই ধরনের ঘটনা ঘটেছিল। এর আগে সুইডেনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পবিত্র ধর্মগ্রন্থের এ ধরনের অবমাননায় সারা দুনিয়ার মুসলিমরা ক্ষুব্ধ হয়ে ওঠেছে।

সুইডেন ও ডেনমার্কে “মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে” কুরআন অবমাননাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

ডেনমার্কে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করছে ড্যানিশ প্যাট্রিয়টস নামের একটি উগ্রবাদী খ্রিস্টান সংগঠন।

এদিকে সুইডেনে ৩১ বছর বয়স্ক এক ব্যক্তি স্টকহোমে ইরানি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পরে তিনি ওই আবেদনের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img