গত বছরের মার্চ মাসে কানাডার মিসিসগায় অবস্থিত একটি মসজিদে হামলা চালানোর অপরাধে মুহাম্মাদ মইজ ওমর নামে এক ব্যক্তির ৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তিনি ২৪ বছর বয়সী একজন যুবক এবং প্রাক্তন মুসলিম। বর্তমানে তিনি নাস্তিকতাবাদ গ্রহণ করেছেন।
আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে ফজরের নামাজের সময় তিনি বিয়ার স্প্রে ও ধারালো অস্ত্র দিয়ে মসজিদে হামলা পরিচালনা করে। এ সময় মসজিদে ২০ জনের একটি দল ফজরের নামাজ আদায় করছিল। এ হামলার পরিপেক্ষিতে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। অভিযোগ তিনটি হল ধর্মীয় পক্ষপাত, ঘৃণার প্রচার ও ধর্মীয় সম্পত্তির ধ্বংস সাধন। আদালতে এ সমস্ত অভিযোগ তিনি স্বীকার করেছেন। যার দরুন তাকে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত।
মসজিদটির ইমাম ইব্রাহিম হিন্দি গণমাধ্যমকে জানান, তিনি (হামলাকারী) এমন একজন ব্যক্তি যিনি মসজিদে অবস্থানরত মুসলিমদের হত্যা করতে এক নিখুঁত পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
তিনি আরো বলেন, “কোন ধরনের সহিংসতা ঘটানোর পূর্বেই তাকে থামানোর জন্য মুসল্লিদের প্রতি আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য; কানাডায় মুসলমানরা এর আগেও হামলার শিকার হয়েছিলেন। ২০১৭ সালে দেশটির কুইবেক সিটির একটি মসজিদে এক হামলাকারী ৬ মুসল্লিকে গুলি করে হত্যা করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর