বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানালো ওমান ও কাতার

আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্র ওমান ও কাতার।

বুধবার (২৬ জুলাই) নেদারল্যান্ডসের হেগ নগরীতে অবস্থিত আন্তর্জাতিক আদালত আইসিজেতে সমর্থনের লিখিত কপি পেশ করেছে এই দুটি মুসলিম দেশ।

কাতারের পক্ষ থেকে বলা হয়, অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ ও দখলদারিত্ব তুলে নেওয়ার মর্মে আইসিজেকে (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস) অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে ইহুদিবাদী ইসরাইলের বাধ্যবাধকতার লিখিত আদেশ জারি করতে হবে।

আরো বলা হয় যে, দখলদারিত্ব ও নৃশংসতার ফলে ফিলিস্তিনিদের যে ক্ষতি হয়েছে ইসরাইলকে অবশ্যই তার ক্ষতিপূরণ দিতে হবে।

আর ওমানের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত জানতে চেয়ে ফিলিস্তিন কর্তৃক গৃহীত কূটনৈতিক ও আইনি পদক্ষেপের পূর্ণ সমর্থন করে ওমান। এর প্রেক্ষিতে আইসিজেতে লিখিত সমর্থন জমা দেওয়া হচ্ছে।

এর আগে গত সোমবার (২৫ জুলাই) ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্বের আইনি সমাধান কি হবে তা জানতে চেয়ে আইসিজেতে একটি লিখিত পত্র জমা দেয় ফিলিস্তিন।

নেদারল্যান্ডসের হেগ নগরীতে আইসিজের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি রেজিস্ট্রার ফিলিপ গুটিয়েরের কাছে লিখিত পত্রটি জমা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, এর মাধ্যমে আইসিজের সিদ্ধান্ত ও জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনের বাস্তবায়ন ঘটিয়েছি আমরা। ইহুদিবাদী সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিলিস্তিন ও এর নাগরিকদের রক্ষায় এটি ফিলিস্তিন সরকারের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ। এর প্রধান উদ্দেশ্য হলো ইসরাইলী সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে অপরাধী সাব্যস্ত করা। নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাট অপরাধ করে যাওয়া থেকে বিরত রাখতে আইনি জটিলতার মুখোমুখি করা।

এছাড়া আইসিজেতে লিখিত পত্র দাখিল ইতিহাসে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হয়ে থাকবে। একে ১৯৪৮ এর নাকাবা পরবর্তী সময় থেকে যুগযুগ ধরে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে ও ফিলিস্তিনিরা যে অনাচারের শিকার হচ্ছে তার সুস্পষ্ট তথ্যচিত্রও বলা যায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img