শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

৯ মাসের ব্যবধানে দ্বিতীয়বার হামলা হল ইরানের ‘শাহ্ চিরাগ’ মাজারে

৯ মাসের ব্যবধানে দ্বিতীয়বার হামলার শিকার হলো ইরানের ‘শাহ্ চিরাগ’ মাজার। রোববার (১৩ আগস্ট) গোলাগুলিতে একজন নিহত; আরও ৮ জন গুরুতর আহত হয়েছে।

দেশটির রেভ্যুলশানারি গার্ড- আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অস্ত্র হাতে মাজারে প্রবেশ করে এক আততায়ী। ঢুকেই চালায় এলোপাতাড়ি গুলি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, শুরু হয় ছোটাছুটি। পাল্টা অভিযানে মাজারের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে অস্ত্রধারী আটক হন। তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, ৮টি ম্যাগাজিন ও ২৪০টি বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে সরকার।

২০২২ সালের অক্টোবরেও নাশকতার শিকার হয় মাজারটি। সেসময়- প্রাণ যায় ১৩ জনের, আহত হন ৪০ ব্যক্তি। ফার্স প্রদেশে অবস্থিত মাজারটি শিয়াপন্থিদের কাছে খুবই সম্মানের জায়গা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ