বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলা; ৭ মুসল্লি নিহত

নাইজেরিয়ার এক মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক সন্ত্রাসী। এই ঘটনায় অন্তত ৭ জন মুসল্লি নিহত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে।

হারুনা জানান, সন্ত্রাসীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ওই গ্রামের বাসিন্দা হারুনা ইসমাঈল ফোনে রয়টার্সকে জানান, সন্ত্রাসীর গুলিতে নামাজরত মুসল্লিদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন এবং বাকী দুজন ছিলেন গ্রামের সাধারণ মানুষ।

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে গত তিন বছর থেকে প্রায়ই বন্দুক হামলা হচ্ছে। এছাড়া এ এলাকায় অপহরণ, হত্যাসহ সহিংসমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img