বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারত সফরে আসছেন এরদোগান

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লি এসে পৌঁছানোর কথা রয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই ব্যক্তিত্বের।

‘এক পৃথিবী, এক পরিবার ও অভিন্ন ভবিষ্যত’ হিন্দু ধর্মগ্রন্থের এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাওয়া ২দিন ব্যাপী এই সম্মেলনে যোগদানের পাশাপাশি মোদি সরকার সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সাথে বৈঠকের কথা রয়েছে এরদোগানের।

এছাড়া তুর্কি নিউ ওয়াল স্ট্রিট ফিন্যান্সের প্রধান ২দিন ব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে উদীয়মান অর্থনীতিতে সমর্থন জোগাতে একটি বৈশ্বিক বিনিয়োগের পরিকল্পনা উপস্থাপন করবেন তিনি।

তুরস্কের অর্থমন্ত্রী মুহাম্মদ সিমসেকের জানিয়েছেন, নয়াদিল্লিতে অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপনের পর নিউইয়র্কে ও ইউরোপীয় অর্থনীতির প্রাণ জার্মানি এবং ব্রিটেন সফরে যাবে তুর্কী প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার অর্থনীতির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর প্রধান নির্বাহীদের সাথে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহৎ বৃহৎ অর্থনৈতিক শক্তির ইউরোপীয় ইউনিয়ন ও ১৯ টি দেশ নিয়ে গঠিত জি-২০ হলো বিশ্ব অর্থনীতির জটিলতা ইস্যুতে কাজ করা আন্তঃসরকারি ফোরাম।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়া বাকি ১৯ টি দেশ হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারত বর্তমানে বিশ্ব অর্থনীতির আন্তর্জাতিক এই ফোরামটির প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে। ২০২২ সালের ১ ডিসেম্বর দেশটি এর প্রেসিডেন্সির দায়িত্ব পায়। ২০২৩ সালের ৩০ নভেম্বর ভারতের এই দায়িত্বের মেয়াদ শেষ হবে। ২০২৪ সালে এই দায়িত্বভার ব্রাজিলের কাঁধে উঠবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ