বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

অর্থপাচারের দায়ে এক ব্যবসায়ীকে ১১ হাজার বছর কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত

দুই বিলিয়ন ডলার পাচারের দায়ে তুরস্কের এক ব্যবসায়ীকে ১১ হাজার ১৯৬ বছরের সাজা দেওয়া হয়েছে। ২৯ বছরের ফারুক ফাতিহ ওজ নামে ওই ব্যক্তি তুরস্কে ক্রিপ্টো কারেন্সির প্রতিষ্ঠাতা।

অর্থপাচার, জালিয়াতি ও অপরাধমূলক কাজের মাধ্যমে গ্রাহকের দুই বিলিয়ন ডলার প্রতারণা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।

এ ধরনের কাজে সহযোগিতার অভিযোগে একই সাজা দেওয়া হয়েছে তার দুই ভাইকেও। গত শুক্রবার চমকে দেওয়া কারাদণ্ডের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

অর্থপাচার, জালিয়াতির দায়ে বিপক্ষের কৌঁসুলি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়।

শুনানিতে ফারুক দাবি করেন, যদি তিনি কোনও অপরাধ করতেন তাহলে এমন অপেশাদার আচরণ করতেন না। যদিও বিপক্ষের আইনজীবীর দাবি, ফারুক ২০২১ সালের এপ্রিলে তুরস্ক থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারীদের সম্পদের ২৫০ মিলিয়ন লিরা (প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার) তিনটি গোপন অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। এই কাজে সহযোগী ছিলেন তার দুই ভাই সেরাপ ও গুভেন। এই কারণে তাদেরও এক সাজা শুনিয়েছে আদালত।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ