বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

জাতিসংঘে আফগানিস্তান সম্পর্কে যা বললেন এরদোগান

আমেরিকাকে পরাজিত করার পর, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকার গঠন করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। তবে এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন ব্যবস্থায় রুপান্তরের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। যা সরকার, নাগরিক সংগঠন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাতেই গঠন করা সম্ভব।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ বিষয়ে বলেন এরদোগান।

এরদোগান বলেন, “সমাজের সকলের অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসনে রূপান্তর করলে তাদের উন্নতির দরজা উন্মোচিত হবে ও আন্তর্জাতিক অঙ্গনে সুনিশ্চিতভাবে গ্রহণ করা হবে।”

এদিকে, অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী ও জনগণের সমন্বয়ে গঠিত একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের দাবি জানায় ইরান।

অধিবেশনে আফগানিস্তান সম্পর্কে কোন কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অধিবেশনে, আফগানিস্তানে মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার ও সংযুক্ত আরব আমির। এছাড়াও আফগান জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে এ দেশ দুটি।

অন্যদিকে, জাতিসংঘের অধিবেশনে রাখা বিভিন্ন নেতাদের বক্তব্যের কোন প্রতিক্রিয়া জানায়নি ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। তবে অধিবেশন ডাকার পূর্বে জাতিসংঘের কাছে আফগানিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি।

সূত্র: অর্গানাইজার ও তোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ