মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমেরিকায় ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা

শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী হওয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে ৭১ বছর বয়সী এক আমেরিকান নাগরিক। শুধু তাই নয় একই সময়ে শিশুটির মা’কেও ১২ বার ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে অপরাধী।

রবিবার (১৫ অক্টোবর) আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্য ইলিনয়ের উইল বিভাগে এ ঘটনা ঘটে।

উইল বিভাগে শেরিফের (আইন প্রয়োগকারী প্রধান) কার্যালয় জানায়, স্থানীয় সময় সকাল ১১ টার দিকে তারা একটি ফোন-কল পায়। ফোনকলটি ছিল এ ঘটনায় আহত ৩২ বছর বয়সী নারী হানান শাহিনের। তিনি তার বাড়িওয়ালা কতৃক আক্রমণের শিকার হয়েছেন বলে তাদের অবগত করেন।

ফোন-কল পেয়ে জরুরি ভিত্তিতে ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ। বাড়ির ভেতরে প্রবেশের পর রক্তাক্ত অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে তারা। খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় উভয়কেই।

একই সময়ে মূল আসামি জোসেফ জুবাকে বাসভবনের বাইরে কপালে রক্ত লেগে থাকা অবস্থায় দেখে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ ৬ বছর বয়সী শিশু ওয়াদি আল ফাইয়ুমকে মৃত ঘোষণা করে।

ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায়, শিশুটিকে সামরিক পদ্ধতিতে নির্মিত একটি ছুরি দিয়ে মোট ২৬ বার ছুরিকাঘাত করা হয়।

গোয়েন্দা তথ্য অনুযায়ী বলা হয়েছে, মুসলিম ধর্মীয় বিশ্বাসের কারণেই তাদেরকে এমন নৃশংস হামলার শিকারে পরিণত হতে হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে অপরাধী।

উল্লেখ্য; নৃশংস ঘটনার আক্রান্তের শিকার মা ও শিশু উভয়েই ফিলিস্তিনি-আমেরিকান। তবে শিশু ওয়াদি আল ফাইয়ুমের জন্ম আমেরিকায়। গত ৬ অক্টোবর শিশুটি তার জন্মদিন উদযাপন করেছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ