বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

বিজয় দিবসে বিজিবির মিষ্টি নিয়ে লাশ দিল বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় বাহিনীকে (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরদিকে একই দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় বাহিনী (বিএসএফ) গুলি করে জাহিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। পরে তার লাশ টেনেহেঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

জানা যায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে গরু পার করার অভিযোগে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর সেনারা জাহিদুলকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত জাহিদুল ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নিহত জাহিদুলের লাশ ভারতীয় বাহিনী টেনে হেঁচড়ে নিয়ে যায়।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল গণমাধ্যমে সীমান্তে জাহিদুলের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ৬১ ব্যাটালিয়নের পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্রসহ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পর লাশ ফেরত পাওয়া যাবে বলেও জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img