রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জার শিশুদের বাঁচাতে জরুরি পদক্ষেপ নিন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পাশবিক হামলার শিকার গাজ্জা উপত্যকার ফিলিস্তিনি শিশুদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গত দেড় মাসের মার্কিন সমর্থিত ইসরাইলি হামলায় হাজার হাজার শিশু নিহত হয়েছে।

তার পোস্টে গাজার শিশুদের রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়, জাতিসংঘ মহাসচিব [অ্যান্তোনিও গুতেরেস] যথার্থ বলেছেন যে, গাজা উপত্যকা শিশুদের জন্য কবরস্থানে পরিণত হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ানের এক্স পোস্টে আরও বলা হয়, ইহুদিবাদী সেনাদের হামলায় ৫,৫০০ জনের বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। ফিলিস্তিনি শিশুদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে জরুরি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিশ্ব শিশু দিবস এক বিশাল ও শোচনীয় বেদনায় রূপ নিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img