ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরাইলের অবৈধ সরকারের সন্ত্রাসী শাসনকে চিহ্নিত করতে হবে এবং এর সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) গাজ্জার পরিস্থিতি নিয়ে ব্রিকস জোটের ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন তিনি।
এতে যোগ দিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানান রাইসি। তিনি গাজ্জায় ইসরাইলের চলমান অবরোধ ভাঙতে এবং গাজ্জাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলেন।
ইব্রাহিম রাইসি বলেন, ব্রিকস সদস্যদের উচিৎ ফিলিস্তিনি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া।
ইব্রাহিম রাইসি আরও বলেন, ইসরাইল গাজ্জার বেসামরিক নাগরিকদের ওপর অবৈধ হোয়াইট ফসফরাস এবং অন্যান্য নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। ব্রিকস দেশগুলির উচিৎ এ নিয়ে তদন্ত শুরু করা।
ব্রিকস সদস্যরা অবিলম্বে ইসরাইলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ব্রিকস সদস্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে আটকাদেশের পদক্ষেপ নিয়েছে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন রাইসি।











