শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

সৌদি আরবকে ধন্যবাদ জানালো ফিলিস্তিনি কর্তৃপক্ষ

১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব।‌ যে কারণে দেশটির প্রতি ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি কতৃপক্ষ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ ধন্যবাদ জানান প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল হোসেইন আল-শেখ।

তিনি বলেন, ফিলিস্তিনের বিষয়ে সৌদি আরবের দৃঢ় অবস্থান ও আমাদের জণগণের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”

প্রসঙ্গত, এর আগে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যতক্ষণ না পর্যন্ত ইসরাইলি হামলা বন্ধ না হবে এবং ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img