রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

আবারও হাসপাতালে ভর্তি মাহাথির মুহাম্মাদ

spot_imgspot_img

মালয়েশিয়ার ৯৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার মুখপাত্র। জানা গেছে প্রদাহজনিত সমস্যা নিয়ে হাসাপাতালে গেছেন তিনি। তবে মাহাথির কী ধরনের প্রদাহে ভুগছেন সে বিষয়টি জানাননি তার মুখপাত্র।

মাহাথিরের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। গত কয়েক বছর ধরে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। এমনকি হার্টের বাইপাস সার্জারিও করিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।

মালয়েশিয়ান বার্তাসংস্থা বার্নামা জানিয়েছে, মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল দীর্ঘ দুই দশক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের। তবে হাসপাতালে ভর্তি হওয়ায় আদালতে যেতে পারেননি তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাহাথিরের মুখপাত্র বলেছেন, মাহাথির গত ২৬ জানুয়ারি হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। বর্তমানে প্রদাহজনিত সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে রিকভারির জন্য পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেন তিনি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img