শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

মুসলিমরা দুটির বেশি সন্তান নিতে পারবে না : আসামের মুখ্যমন্ত্রী

আসামে বসবাসকারী মুসলিমদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছেন রাজ্যটির উগ্র হিন্দুত্ববাদী নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শনিবার (২৩ মার্চ) মুসলিমদের উদ্দেশে দেওয়া বার্তায় চারটি শর্ত আরোপ করেন হিন্দুত্ববাদী দল বিজিপির ওই নেতা।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, মিয়ারা (বাঙালি মুসলমান) আসামের মূল নিবাসী কি না, তা ভিন্ন বিষয়। তারা যদি মূল নিবাসী হওয়ার চেষ্টা করেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এ জন্য তাদের বাল্যবিবাহ এবং বহুবিবাহ ত্যাগ করতে হবে এবং নারীশিক্ষাকে উৎসাহিত করতে হবে। আর দুটির বেশি সন্তান নেওয়া যাবে না।

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, আমি তাদের সব সময় বলি, মিয়াদের আসামের মূল নিবাসী হতে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের দুই-তিনটি স্ত্রী থাকতে পারে না। এটা অসমিয়া সংস্কৃতি নয়। কীভাবে কেউ সত্র (বৈষ্ণব মঠ) জমি দখল করে মূল নিবাসী হতে চায়?

তিনি আরও বলেন, তাদের মাদরাসাশিক্ষা এড়িয়ে চলতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ