বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহের বশে দুই মুসলিমকে হত্যা; সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজিত উগ্র হিন্দু সম্প্রদায় সন্দেহের বশে দুই মুসলিম শ্রমিককে হত্যা করেছে।

আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনও নিশ্চিত জানে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে হত্যার শিকার দুই মুসলিমের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

উগ্র হিন্দুদের হত্যার শিকার শ্রমিক আশরাফুল (২১) ও আশাদুল (১৫) আপন দুই ভাই। তারা মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে।

জানা যায়, গতকাল সন্ধ্যার পর মন্দিরে প্রদীপ জ্বালানোর ১০–১৫ মিনিটের মধ্যেই আগুনের সূত্রপাত ঘটে। তখন পাশে শুধুমাত্র সাতজন নির্মাণ শ্রমিক সেখানে ছিলেন। কিন্তু তাদেরকে আগুন দিতে কেউ দেখেনি বা আগুন দেওয়ার হীন উদ্দেশ্য তাদের থাকতে পারে এমন- সন্দেহ করার কোনো যৌক্তিক কারণও খুঁজে পাওয়া যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img