স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ফিলিস্তিনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাকিস্তান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে একথা জানায়।
পাক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দু’দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনের সাথে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাকিস্তান।
পাক স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মুস্তফা কামাল ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. জুহাইর দার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যৌথ বক্তব্যে বলা হয়, এই চুক্তির উদ্দেশ্য হলো উভয় ভ্রাতৃপ্রতিম জাতির জনগণের স্বাস্থ্য ও কল্যাণের উন্নতির জন্য ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা।
পাক স্বাস্থ্যমন্ত্রী চুক্তির বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন, চুক্তি বাস্তবায়নের তদারকি ও ব্যবহারিক সহযোগিতার নির্দেশনা প্রদানের জন্য আগামী ৩০ দিনের মধ্যে একটি ‘পাকিস্তান-ফিলিস্তিন স্বাস্থ্য কর্মী গোষ্ঠী’ গঠন করা হবে।
চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সহযোগিতার মূল ক্ষেত্রগুলো ইন্টারভেনশনাল কার্ডিওলজি, অঙ্গ প্রতিস্থাপন, অর্থোপেডিক সার্জারি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, পোড়া এবং প্লাস্টিক সার্জারির মতো উন্নত চিকিৎসা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করবে। সংক্রামক রোগ, চক্ষুবিদ্যা এবং ওষুধ শিল্পের ক্ষেত্রেও যৌথ প্রচেষ্টা চালাবে।
ফিলিস্তিনকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান স্বাস্থ্য ক্ষেত্রে নিজেদের ফিলিস্তিনি ভাই-বোনদের অব্যাহত সহায়তার ব্যাপারে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছে।
পাক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের জনগণের হৃদয় ফিলিস্তিনের সাথে স্পন্দিত হয় এবং সম্ভাব্য সকল উপায়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সহায়তা করতে প্রস্তুত।
পাকিস্তানের পক্ষ থেকে এছাড়াও বলা হয়, ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী কয়েকটি দেশের মধ্যে পাকিস্তান অন্যতম হওয়ায় দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। পাকিস্তান একাধিক আন্তর্জাতিক ফোরামে ইসরাইলী দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থনও ব্যক্ত করেছে। অবরুদ্ধ গাজ্জা যেখানে ইসরাইল গণহত্যামূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেখানে নিয়মিত মানবিক সহায়তাও পাঠায়।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসময় পাকিস্তানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিন ও পাকিস্তান পরস্পর ভ্রাতৃপ্রতিম দেশ বলেও তিনি মন্তব্য করেন।।একসাথে, আমরা আমাদের জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতির জন্য কাজ করবো।
সূত্র: ডন নিউজ









