শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে শুরু করলেও ঝড়বৃষ্টিও হচ্ছে সমানতালে। প্রতিদিনই বিভিন্ন বিভাগ ও জেলায় বজ্রসহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব চলছে।

এ অবস্থায় রোববার (১২ মে) রাতের পূর্বাভাসে ঢাকাসহ ৮ বিভাগের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ শিলাবৃষ্টি ঝরার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরেও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img