শনিবার | ১ নভেম্বর | ২০২৫

সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে : হাসনাত

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এনসিপির পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎হাসনাত বলেন, এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। এ থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারব এবং এ যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারব।

তিনি আরও বলেন, অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে, আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ড. ইউনূসকে আদেশটি জারি করতে হবে।

‎এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে স্পষ্ট করেছেন। আমাদের নির্বাচনে জোট হওয়ার যে মৌলিক নিক্তি সেটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দিবে।

‎এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমম্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমম্বয়কারী মশিউর রহমান, পিরোজপুর জেলার যুগ্ম সমম্বয়কারী মো. আল আমীন খান, মাহবুবুল আলম নাঈম প্রমুখ।

‎এর আগে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img