রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স’

২৫ ডিসেম্বরের থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য অফলাইনে শুরু হতে যাচ্ছে আন-নুহার সবচেয়ে জনপ্রিয় কোর্স “আরবি ভাষার সাথে সামঞ্জস্য রেখে “স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্স”।

শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরাও এই কোর্স অনলাইনে করে অনেক উপকৃত হয়েছেন।

ইংরেজি ভাষায় গোটা বিশ্বব্যাপী ইলমের আলো ছড়িয়ে দিতে এই কোর্সটি একটি মাইলফলক হয়ে থাকবে।

ক্লাস পরিচালনা করবেন বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংলিশ ইন্সট্রাক্টর-

জুবায়ের আহমাদ স্যার
ইংলিশ ইন্সট্রাক্টর, সাইফুর্স
ট্রেইনি ইংলিশ ইন্সট্রাক্টর, রবি টেন মিনিট স্কুল
হেড অব ইংলিশ ডিপার্টমেন্ট,
আন-নুহা ইউনিক এডুকেশন

এই মাস্টারমাইন্ড কোর্স থেকে যা যা শিখতে পারবেনঃ

০১. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজিতে অনর্গল কথোপকথন।
০২. ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারা ও লিখতে পারা।
৩. ওয়ার্ল্ড ক্লাস এক্সেন্ট ব্রিটিশ ও আমেরিকান উচ্চারণের সাথে পরিচিতি।
৪. ইংরেজিতে উপস্থাপনা করতে পারা।
৫. আরবি বাক্যের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজি বাক্যের প্র‍্যাক্টিস।
৬. প্রয়োজনীয় ভোকাবুলারি মুখস্ত করা।

একদম বেসিক লেভেল থেকে প্রতিটি বিষয় আলোচনা করা হবে। ফলে যেকোনো স্তরের ছাত্ররা একদম সহজেই বুঝতে পারবে।

আরো থাকছে-
* ক্লাস শেষে প্রশ্নোত্তরের সুযোগ।
* এসাইনমেন্ট এন্ড হোমওয়ার্ক।
* যোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা।

ক্লাসের সময়ঃ প্রতি শুক্রবার দুপুর ২ টা- বিকেল ৫টা।
কোর্সের মেয়াদ ২ মাস।

কোর্সের স্থানঃ বাড়ি ৪০, রোড ১৭, সেক্টর ১৪, উত্তরা ঢাকা, আজমপুর বাস স্ট্যান্ডে নেমে ২০ টাকা রিকশা ভাড়া।

কোর্স ফি মাত্র ২৫০০/- (আড়াই হাজার) টাকা।
আসন সংখ্যা সীমিত। তাই সিট ফুরিয়ে যাওয়ার আগে আজই আপনার সিটটি কনফার্ম করুন।

রেজিষ্ট্রেশনের জন্য বিকাশ করুন এই নাম্বারে-
01970080318

কোর্স সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন-
01401-477607

spot_img
spot_img

এই বিভাগের

spot_img