শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

সরকার অসংখ্য আজিজ-বেনজীর তৈরি করেছে : মির্জা ফখরুল

বর্তমান সরকার অসংখ্য আজিজ-বেনজীর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা খবর দেখলাম যে বেনজীর (সাবেক আইজিপি) মে মাসের ৪ তারিখে সপরিবারে দেশের বাইরে চলে গেছেন। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন। ২৩টা অ্যাকাউন্ট ছিল, প্রায় ৬০ কোটি টাকা। আরও বেশি হতে পারে, কমও হতে পারে। আমার প্রশ্ন হলো- সে কীভাবে গেল?

সরকারের সমালোচনা করে তিনি বলেন, তার সম্পত্তি আমরা ক্রোক করছি, দুদক মামলা করেছে, তাকে কোথাও যেতে দেয়া হবে না- এসব কথা বলা হলো। অথচ সে ৪ তারিখে সপরিবারে চলে গেল। একেবারে এয়ারলাইন্সের নামও দিয়ে দিয়েছে যে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে সে চলে গেছে। তাহলে এই কথাগুলো কেন বলছেন যে কেউ ছাড় পাবে না, আমরা সবাইকে এক মনে করি?

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এগুলো বুঝে। তারা সবাই বুঝে এগুলো লোক দেখানো, প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণ করে আপনারা দেশ শাসন করছেন। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।

বিএনপি মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) বাংলাদেশকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, বগীর দেশে পরিণত করেছে। এখান থেকে দেশকে বের করে আনতে হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্যদিয়ে এই দানবীয় সরকারকে পরাজিত করে আমরা সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img