বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

চট্টগ্রামকে স্বাস্থকর ও নান্দনিক মেগাসিটি হিসেবে গড়তে চাই: মেয়র প্রার্থী রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম হবে এশিয়ার অন্যতম আকর্ষনীয় একটি মহানগর।

শুক্রবার (২৫ ডিসেম্বর) নির্বাচনকে সামনে রেখে নগরীর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনায় এই চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নান্দনিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চাই।

ফিরিঙ্গি বাজার দোভাষ হাউজে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img