জার্মানিতে আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনাকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধকালীন সংকটের হুশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (২৮ জুলাই) রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি একথা বলেন।
পুতিন বলেন, জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার মাধ্যমে আমেরিকা নিজেদের জন্য স্নায়ুযুদ্ধকালীন সংকটকে টেনে আনছে। ভবিষ্যতে যে ধরণের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে আমেরিকা তা আমাদের ভূখণ্ডের যেকোনো স্থানে উড়ে আসতে ১০ মিনিট সময় নিবে। আমেরিকার পদক্ষেপ, ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের স্যাটেলাইটের অবস্থান পর্যবেক্ষণের পর আমরা সিদ্ধান্ত নিবো কোথায় কোথায় আমরা আমাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবো। কি ধরণের পদক্ষেপ নিবো।
গত ১০ জুলাই আমেরিকার পরিকল্পনা প্রকাশের পর এক বিবৃতিতে ওয়াশিংটনকে সতর্ক করে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, আমরা ধীরে ধীরে স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। স্নায়ুযুদ্ধের উপাদান সমেত সম্মুখ যুদ্ধও ফিরে আসছে। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অর্থ ইউরোপের রাজধানী ও শহরগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করা।
সূত্রঃ আল জাজিরা











